প্যারিসে আজ বুধবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি |
ফ্রান্সে রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ এবং বাজেটে পরিকল্পিত কাটছাঁটের প্রতিবাদে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। ‘সবকিছু অবরোধ’ (Bloquons Tout) ডাক দিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে যানবাহন চলাচলে বাধা দিয়েছেন এবং পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে
বিক্ষোভকারীদের অনেকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। গত সোমবার পার্লামেন্টে বাজেট নিয়ে এক আস্থা ভোটে তাঁর পছন্দের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদত্যাগ করতে হয়। ফলে দুই বছরের কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হয়েছে মাখোঁকে, যা তাঁর রাজনৈতিক অবস্থানকে নড়বড়ে করে তুলেছে।
প্যারিসে বিক্ষোভে অংশ নেওয়া ফ্রেড নামে একজন প্রতিনিধি মাখোঁর পদত্যাগ দাবি করে বলেন, “এটা একই গল্প, একই অবস্থা। শুধু মন্ত্রীরা নন, সমস্যা মাখোঁ নিজেই। মন্ত্রীরাও সমস্যা, তবে মাখোঁ ও তাঁর কাজের ধরন আরও সমস্যাজনক। এ কারণেই তাঁকে সরে যেতে হবে।”
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটায়ো সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারীরা ফ্রান্সের পশ্চিমাঞ্চলের রেনে শহরে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন। কিছু বিক্ষোভকারী ভারী কংক্রিটের টুকরা দিয়ে পুলিশের ওপর হামলা করেছেন। তিনি সতর্ক করে বলেন, দিনের বাকি বিক্ষোভ সমাবেশগুলোতে ‘কট্টরপন্থী ও চরম বামপন্থী গোষ্ঠী’ অনুপ্রবেশ করতে পারে, যা সহিংসতার কারণ হতে পারে।